যে ভুল ভুলে যেতে চান সুয়ারেজ

SHARE

বার্সেলোনা সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করে উত্তেজনা অনুভব করছেন উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শুক্রবার অনুশীলন শেষে তিনি জানালেন তার সেই অনুভূতির কথা। সেই সঙ্গে জানালেন তার জন্য ভুল ভুলে যাবার সময় এটাই। তাই ভুল পেছনে ফেলে ভবিষ্যৎ পরিকল্পনার দিকে জোর দিচ্ছেন এই তারকা স্ট্রাইকার।445169_heroa-e1408166893154

বৃহস্পতিবার খেলা বিষয়ক আদালত (সিএএস) জানায় যে সুয়ারেজের চার মাসের নিষেদ্ধাজ্ঞা তাকে অনুশীলন থেকে দূরে রাখবে না। বিশ্বকাপে ইতালির চিল্লিয়েনিকে কামড় দিয়ে এই নিষেদ্ধাজ্ঞার সম্মুখীন হন তিনি। তবে সিএসএ এর দেয়া রায় অনুসারে তিনি অনুশীলন করার পাশাপাশি সোমবারের প্রীতি ম্যাচেও খেলতে পারবেন। তাই বার্সার হয়ে ক্লাব লিওনের বিপক্ষে মাঠেও নামবেন তিনি।

তবে প্রতিযোগিতামূলক কোন খেলায় অক্টোবরে তার নিষেদ্ধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত খেলতে পারবেন না উরুগুয়ান তারকা। তবু অনুশীলনে ফিরতে পেরেই বেজায় খুশি তিনি। আর এটাকেই ভুল বিস্মৃত হওয়ার উপলক্ষ হিসেবে ধরে নিচ্ছেন তিনি।

এ বিষয়ে লুইস সুয়ারেজ বলেন, ‘আমি অনুশীলনে ফিরে খুবই খুশি। আর  সতীর্থদের সাথে খেলে আনন্দিত। এটা এমন একটা সময় ছিল যা আমাকে অস্বঃস্তিতে রাখত। আমি এমন একটা ভুলের জন্য ক্ষমাও চেয়েছি। আর এখন এটা ভুলে যাওয়াই উচিত।’

‘আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। আর সেই ভবিষ্যৎটা বার্সার সঙ্গেই। যেখানে খেলার স্বপ্ন দেখেছিলাম আমি। আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। শেষ কয়েক সপ্তাহ যাবত তারা আমার জন্য লড়েছে। আমাকে তারা খুব ভালভাবে গ্রহণ করেছে। সেটার জন্য তাদের অভিবাদন জানাই।’