পার্কের চার পাশে বস্তি ভেতরে ডাস্টবিনের ডিপো

SHARE

রাজধানীর নাগরিকদের একটু অবসর, নিরাপদে হাঁটা-চলা, শিশুদের খেলাধুলার জন্য পান্থকুঞ্জ পার্ক গড়ে উঠলেও এর কোনোটিই করতে পারছে না আশপাশের বাসিন্দারা। পার্কের ফুটপাতের পাশে গড়ে উঠেছে বস্তি আর ভেতরে ডাস্টবিনের ডিপো।h27vspdf

এ অবস্থা থেকে মুক্তি পেতে শনিবার সকাল ১০টায় কাওরান বাজার সিআর দত্ত সড়কে অবস্থিত পান্থকুঞ্জ পার্কের সামনে বাংলাদেশ পরিবেশ বাচাঁও আন্দোলন(বাপা), গ্রীণ ভয়েস, ডাব্লিউবিবি ট্রাস্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং স্থানীয় জনগণ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সিটি করপোরেশনের বৃহৎ আকারের ময়লার ডিপো থেকে সব সময় দূর্গন্ধ বের হয়। এ কারণে বসা তো দূরের কথা হাঁটা-চলা করাটাও দুরূহ ব্যাপার। রাজধানীর পুরোনো এই পার্ক জনসাধারণের জন্য উপযোগী করে তুলতে হবে।

মানববন্ধন থেকে দাবি জানানো হয়, পার্কের বাইরে ফুটপাথ মুক্ত করতে হবে, ভেতর এবং বাইরে থেকে ডাস্টবিনের ডিপো অবিলম্বে সরিয়ে নিতে হবে এবং পার্কের পুরো অংশ নগরবাসীর প্রবেশের জন্য সম্পূর্ণ খুলে দিতে হবে।