ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না` এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল কবীর, পরিদর্শক মোশাররফ হোসেন।
এছাড়াও পরিদর্শক রাসেল আলী, কমল কৃষ্ণ বিশ্বাস, এএসআই জিএম হাফিজুর রহমান, সদস্য সাইদুল হক, আব্দুল আজিজ খান, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেলা বেগম, পদ্মার হাবিবুর রহমান বক্তব্য রাখেন।