মালিতে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি

SHARE

1303আফ্রিকার দেশ মালিতে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে। গত নভেম্বরে রাজধানী বামাকোর একটি হোটেলে জঙ্গি হামলার পর জরুরি অবস্থা জারি করা হয়েছিল। খবর এএফপি।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, জনগণ ও সম্পদের ওপর মারাত্মক হুমকির কারণে ৩১ মার্চ পর্যন্ত নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সোমবার এ নিয়ে দেশটির পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হলে মঙ্গলবার সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়।

২০ নভেম্বর বামাকোর রেডিসন ব্লু হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর প্রাথমিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। ওই হামলায় ২০ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে ১৪ জন বিদেশি নাগরিক। এর আগে জরুরি অবস্থার মেয়াদ দুদফা বাড়ানো হয়েছে। সর্বশেষ ১০ দিন বাড়ানো হলো। বৃহস্পতিবার এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।