শহীদদের অবমাননা করে খালেদার দেয়া বক্তব্য নিয়ে বিতর্কের ঝড়

SHARE

khaledaমহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্বাধীনতার মাসে তার (খালেদা জিয়া) এমন বক্তব্যে হতবাক দলটির নেতাকর্মীরাও।

মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে দ্বিধায় থাকলে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও এসব বিষয় নিয়ে বেগম জিয়া কেন কাজ করেননি তা নিয়েও গোলক ধাঁধায় পড়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির চট্টগ্রাম মহানগরীর এক নেতা বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অনেক বড় পাওয়া। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে বিজয়ের মাসে ম্যাডাম (খালেদা জিয়া) এরকম বক্তব্য না দিলেই ভালো হতো।

এক কর্মী রিহান ক্ষোভ প্রকাশ করে এই প্রতিবেদককে বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে জাতিকে বিভাজন করার চেষ্টায় মত্ত বিএনপি। তার মধ্যে আবার স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টির খেলায় নেমেছেন খালেদা।

সংশ্লিষ্টরা মনে করেন, স্বাধীনতা যুদ্ধ নিয়ে নানা মত থাকতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার এমন বক্তব্য অপ্রত্যাশিত।