মানবতাবিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের মো. সোলাইমান মোল্লা (৮৪) ও ইদ্রিস আলী সরদারের (৬৭) বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক ইদ্রিস আলী সরদারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ৮ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন।
এর আগে গত ২৯ অক্টোবর হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ চার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা।
আসামিরা শরীয়তপুর জেলার পালং থানার ৫ নম্বার ওয়ার্ডের কাশিপুর মুসলিম পাড়ার অধিবাসী। তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, সোলায়মান মোল্লা ১৯৬৩ সালের পর মুসলিম লীগের নেতা হিসেবে শরীয়তপুর জেলার পালং থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
অপর আসামি গাজী ইদ্রিস আলীও একই ধরণের মানবতাবিরোধী অপরাধ করেন। তিনি ১৯৬৯ সালে জামায়াতের ছাত্র সংগঠন ‘ইসলামী ছাত্র সংঘের’ নেতা ছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় ইদ্রিস ইসলামী ছাত্র সংঘের সক্রিয়কর্মী ছিলেন।
গত ১৫ জুন সোলায়মান মোল্লাকে আটক করে জেলে পাঠানো হয়। অপর আসামি ইদ্রিস আলী পলাতক রয়েছেন।