ইন্দোনেশিয়ার উপকূলে শতাধিক যাত্রী নিয়ে একটি জাহাজ ডুবে গেছে। এতে ব্যাপক প্রাণহানির আশংকা তৈরি হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে সুলাওয়েসি দ্বীপের দক্ষিণ সুলাওয়েসির ওয়াজো এলাকার কাছে জাহাজটি ডুবে যায়। খবর রয়টার্স ও গার্ডিয়ানের।
স্থানীয় অনলাইন পত্রিকা কম্পাস ডটকম জানিয়েছে, জাহাজটি সুলাওয়েসির কোলাকা বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে ১২২ জন যাত্রী ছিল। এর মধ্যে অন্তত ১০০ জনই নিখোঁজ রয়েছে। এদিকে এই জাহাজডুবি নিয়ে পরস্পরবিরোধী আরও অনেক তথ্য পাওয়া যাচ্ছে।
দক্ষিণ সুলাওয়েসি পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান কমিশনার ফ্রেন্স বরাং জানিয়েছেন, জাহাজটিতে ৯৪ জন নারী-পুরুষ ও ১৪ জন শিশু ছিল। ওয়াজোর শিভা বন্দর থেকে ১২ মাইল দূরে এটি ডুবে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান ফ্রেন্স।