বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০১৫ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ৯টা ৪ মিনিটে পিলখানার বিজিবি সদর দফতরের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। এ সময় বিজিবি সদস্যদের কুচকাওয়াজ দেখেন ও তাদের সালাম গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রের নিরাপত্তায় অবদান রাখায় ৫৬ জন বিজিবি সদস্যের মধ্যে বিজিবি পদক, প্রেসিডেন্ট বিজিবি পদক এবং বিজিবি সেবা পদক প্রদান করবেন। এছাড়া বিজিবির বিভিন্ন ব্যাটালিয়নের সালাম গ্রহণ ও পদক প্রদানের পর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।