কুককে সরিয়ে মরগানকে অধিনায়ক করার প্রস্তাব ভনের

SHARE

অ্যালিস্টার কুকের অধিনাকত্ব নিয়ে দু’দিন আগেও আস্থা রাখছিলেন ইংল্যান্ডের সাবেক তারকারা৷ কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ, তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে বিপর্যয় এবং বর্তমানে ভারতের বিরুদ্ধেও লর্ডসে হার৷ ‘কুক হটাও!’ স্লোগান ওঠাটা তাই এখন স্বাভাবিক৷

মাইকেল ভন, নাসের হুসেইন থেকে অ্যালেক স্টুয়ার্ট ইংল্যান্ডের সাবেক অধিনায়করা প্রত্যেকেই এখন ইংল্যান্ডের অধিনায়ক পরিবর্তনের পক্ষে একমত৷ একধাপ এগিয়ে ভন আবার বলেছেন, ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগানকেই এখন টেস্টেও অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত ইসিবি-র৷image_91602_0

ভন বলেন, “ইংল্যান্ডের অধিনায়কের পদ থেকে কুককে সরিয়ে দেওয়াটাই এখন সঠিক সিদ্ধান্ত হবে৷ কুককে নিয়ে কোনো সিদ্ধান্তে আসার সময় এখন হয়েছে৷ গত ২৭ টা ইনিংসে একটাও সেঞ্চুরি নেই ওর৷ কুকের তাই এখন বিশ্রামের প্রয়োজন৷”

সাবেক এই ইংলিশ অধিনায়ক আরো বলেন, “চার-পাঁচ মাস ক্রিকেট থেকে বাইরে থাকলে ওরই ভাল হবে৷ কুকের বয়স এখন ২৯৷ গত আটবছর ধরে টানা আন্তর্জাতিক ক্রিকেটের ধকল নিয়ে চলেছে ও৷ সেইসঙ্গে এই ক্যাপ্টেন্সির চাপ আরো বেশি বোঝা নিয়ে এসেছে কুকের ঘাড়ে৷”

অধিনায়কত্বে পরিবর্তন আনার ব্যাপারে ভন বলেন, “আমি মনে করি ইয়ান মরগানকেই এখন ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত এবং অধিনায়কের দায়িত্ব ওকেই দেওয়ার সময় এসেছে৷ তাহলেই ইংল্যান্ডের পক্ষে বিপক্ষ দলকে চাপে ফেলা সম্ভব হবে৷ এই পরিবেশের মধ্যে নেই এমন নেতারই প্রয়োজন এখন ইংল্যান্ড দলের৷ তাহলেই সম্পূর্ণ তরতাজা হয়ে নামতে পারবে দল৷’  -ওয়েবসাইট