জাতীয় দলে ফিরতে চান পিটারসেন

SHARE

অ্যাসেজ থেকেই ইংল্যান্ড দলের খারাপ ফর্ম অব্যাহত৷ ভারত-ইংল্যান্ডের চলতি সিরিজের প্রথম টেস্টে ড্র করার পর দ্বিতীয় টেস্টে অ্যালেস্টার কুকের দলকে ভারতের কাছে ৯৫ রানে হারতে হয়েছে৷image_91606_0

ইংল্যান্ড দলের এই খারাপ সময় ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করলেন সাবেক  ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন৷

পিটারসেন বলেন, “আমি আবারো ইংল্যান্ডের হয়ে খেলতে চাই৷ তবে, তার আগে দলের বেশ কিছু পরিবর্তন চাই ৷ আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে৷ আমরা অ্যাসেজেও আবার জিততে পারি৷ ইংল্যান্ড ট্রফি জিততে পারলেই শেষ এক বছরের খারাপ পারফরম্যান্স ভুলে সামনে তাকানো সম্ভব৷”

অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পরেই কেভিন পিটারসেনকে দল থেকে ছেঁটে ফেলেন ইসিবির নির্বাচকরা৷ অভিমানে ফের ইংল্যান্ডের জার্সিতে আর মাঠে না-নামার সিদ্ধান্ত নেন পিটারসেন৷

কেপি জানিয়েছেন, “আমি ইংল্যান্ড দলের হয়ে সবসময় নিজের শতভাগ উজাড় করে দিয়েছি৷ আমি দলে ফিরলে ড্রেসিংরুমের আবহাওয়াও কিছুটা হলেও বদলাতে পারব৷”

জাতীয় দলে ফিরে আসার পাশাপাশি ইংল্যান্ড দলের তরুণ ক্রিকেটারদের পাশেও দাঁড়াতে চাইছেন ৩৪ বছর বয়সী পিটারসেন৷ ইংল্যান্ডের ব্যাটসম্যান ইয়ান বেল ও জো রুট এই মুহূর্তে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ পিটারসেন চাইছেন দলে ফিরে তাদেরকে মেন্টর করতে৷ অতীতেও রুট-বেলদের সঙ্গে খেলেছেন কেপি৷ আগামী দিনেও সেই কাজই করতে চাইছেন তিনি৷   -ডেইলি মেইল