ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মাসব্যাপী বইমেলা শুরু

SHARE

783ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হয়েছে।

রোববার বাদ আসর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শহিদুজ্জামান এ মেলার উদ্বোধন করেন ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. অহিদুল ইসলাম, প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম, দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক এএএম সিরাজুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবারের মেলায় ৫৯টি স্টল বসেছে।

মেলা পুরো রবিউল আউয়াল মাস পর্যন্ত চলবে। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস বিক্রি করা হচ্ছে।