রিয়াল কোচ হচ্ছেন গার্দিওলা!

SHARE

301কার্লো অ্যানচেলত্তির বিদায়ের পর রিয়ালের কোচ হিসেবে এখনও নিজের সেরাটা প্রমাণ দিতে পারেননি রাফায়েল বেনিতেজ। বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে চার গোল খাওয়ার সাথে দলের সেরা তারকা রোনালদোর সঙ্গে বিবাদের ঘটনায় কোচ বেনিতেজকে দায়ী কেরেছেন রিয়াল ফ্যানরা। আর এর মধ্যে নতুন গুঞ্জন হল আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দেখা যেতে পারে গার্দিওলাকে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক ‘এআরএ’।

বার্সাকে প্রথম বারের মতো ট্রেবল শিরোপা জেতানোর পর বর্তমানে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্নেও নিজের সেরাটা প্রমাণ দিচ্ছেন গার্দিওলা। চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে এখনো মুখ খুলছেন না গার্দিওলা। তবে জানিয়েছেন আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগই নাকি বেশি পছন্দ তার।

তবে গুঞ্জন চলছে এমন পরিস্থিতিতে বেনিতেজকে সরিয়ে গার্দিওলাকে নাকি ছোঁ মেরে নিয়ে নিতে পারে ইউরোপ সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। আর তা নিশ্চিত হলে প্রিয় ক্লাব বার্সেলোনার মেসি-নেইমার-সুয়ারেজদের রুখতে ভিন্ন ভূমিকায় দেখা যাবে ৪৪ বছর বয়সী এই কোচকে।