সিরাজগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থীর জন্য মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াতের আব্দুস সামাদ

SHARE

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে জাতীয় স্বার্থে বিবেচনা করে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াতের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী প্রফেসর ড. শায়খ আব্দুস সামাদ। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে তিনি জাতীয় সংসদ সদস্য পদে দাখিল করা নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে মুঠোফোনে জানিয়েছেন।

এক বিবৃতিতে মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মুফতি আব্দুর রউফ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঐক্যের বৃহত্তর স্বার্থ বিবেচনায় করে ১০ দলীয় ঐক্যের প্রার্থীকে পূর্ণ সমর্থন দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের আবেগ, প্রত্যাশা, ত্যাগ ও কষ্টকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ সময় তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের নিরলস পরিশ্রম এবং ত্যাগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে দেশ ও জাতির কল্যাণে সকলকে ধৈর্য, প্রজ্ঞা ও ঐক্যের মাধ্যমে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।