মির্জাপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

SHARE

tangail accidentটাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর চরপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ বাস যাত্রী।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মির্জাপুর বাজারের বিএস এন্টারপ্রাইজের মালিক বিপুল সাহার লেগুনার চালক দিলীপ (৪৮), উপজেলার শুভুল্যা গ্রামের মিজানুর রহমানের ছেলে সজল (২২), চড়পাড়া গ্রামের শিমুল (২২) ও সরিষাদাইড় গ্রামের পরেশ সরকারের ছেলে হারাধন সরকার (৩২)।

আহতদের মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, দুপুরে লেগুনায় করে মির্জাপুর বাজারের ব্যবসায়ী বিএস এন্টারপ্রাইজের বিভিন্ন পণ্য উপজেলার জামুর্কী, পাকুল্যা বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে ফিরছিলেন নিহতেরা। পথে উপজেলা সদরের পোস্টকামুরী চড়পাড়া এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়।