সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ব্রাজিল

SHARE

সেই চিরন্তনী সম্মোহনী ফুটবল আর নেই ৷ নেই সেই সাম্বা ছন্দও ৷ আছে ইউরোপিয়ান ফুটবলের মতো গুঁতোগুঁতি ৷ তবুও অনেক চেনা ছন্দে ব্রাজিল ৷ শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেই পুরনো ব্রাজিলকেই দেখা গেল ৷ ফোর্তালেজায় নিজস্ব ছন্দ মেলে ধরে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ব্রাজিল ৷  উরুগুয়ের মতো দলকে হেলায় হারালেও কোনো অঘটন ঘটাতে পারলেন না হামেস রদ্রিগেজরা ৷ শেষ চারে জার্মানির মুখোমুখি হবে লুইস ফেলিপে স্কোলারির দল ৷image_89177_0

চিলির বিরুদ্ধে বিশ্রী ফুটবল খেলার পরে চারদিকে সমালোচনা শুরু হয়েছিল ব্রাজিলকে নিয়ে ৷ কোচ স্কোলারির মুণ্ডপাত করা হচ্ছিল বিভিন্ন মাধ্যমে ৷ কিন্তু সমালোচনা, ভুল থেকেই শিক্ষা নিয়েছে ব্রাজিল ৷ কোয়ার্টার ফাইনালে যেন অন্য দল ব্রাজিল ৷ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের দুরন্ত নমুনা তুলে ধরল স্কোলারির ছেলেরা ৷ কখনও দেখা গিয়েছে নেইমার-হাল্করা দুরন্ত গতিতে আক্রমণ শানাচ্ছেন ৷ আবার কখনও দেখা গিয়েছে চমৎকারভাবে রক্ষণ করছেন ব্রাজিলিয়ানরা ৷ উরুগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করা হামেস রদ্রিগেজকে প্রায় বোতলবন্দি করে রাখল ব্রাজিলের রক্ষণভাগ ৷

প্রতি-আক্রমণে কলম্বিয়াও বেশ সচল ছিল প্রথমার্ধে ৷ টানটান উত্তেজনায় ভরপুর ফুটবল দেখা গিয়েছে প্রথমার্ধে ৷ ম্যাচের সাত মিনিটের মধ্যেই কর্নার থেকে অধিনায়ক তিয়াগো সিলভা গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ৷ এরপরই কলম্বিয়া গোল করার সুযোগ পেয়েছিল ৷ কিন্ত সেই আক্রমণটি ব্যর্থ হয়েছে ৷ ২৭ মিনিটে হাল্কের শট বাঁচিয়েছেন কলম্বিয়ার গোলরক্ষক ৷ ফিরতি বলও তিনি চমৎকারভাবে প্রতিহত করেন ৷ বিরতির আগে দুটো ফ্রি-কিক পেয়েছিল কলম্বিয়া ৷ কিন্তু রদ্রিগেজের নেয়া ফ্রি-কিক কোনো গোলের মুখ খুলতে পারেনি ৷ এদিন দক্ষিণ আমেরিকার দুটো দলই মাঝেমধ্যে গুঁতেগুঁতি করে ফাউল করতে দেখা গিয়েছে ৷ কখনও রদ্রিগেজকে ফাউল করেছেন ব্রাজিলিয়ানরা ৷ আবার পাল্টা ফাউল করে ব্রাজিলের খেলার ছন্দ নষ্ট করার চেষ্টা করেছেন কলম্বিয়ার ফুটবলাররা ৷ বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল ব্রাজিল ৷

বিরতির পরে সেট পিস আদায় করে কলম্বিয়া৷কিন্তু সেই সেট পিস থেকে কোনো ফায়দা তুলতে পারেনি তারা ৷ ৬৬ মিনিটে জেমসের কর্নার থেকে ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ইয়েপেস ৷ কিন্তু সহকারী রেফারি সেই গোলটি অফসাইডের জন্য বাতিল করে দিয়েছেন ৷ রেফারি এই গোলটি দিলে ম্যাচের ফল পাল্টে যেতে পারত ৷ রেফারি এই গোলটি বাতিল করলেও স্কোলারির দল আক্রমণের রাস্তা থেকে সরে আসেনি ৷ ৬৯ মিনিটে অনবদ্য ফি-কিক থেকে গোল করে ব্রাজিলের ব্যবধান বাড়ান ডেভিড লুইস ৷

তবে কিছুক্ষণ পরেই গোলের ব্যবধান কমানোর সুযোগ চলে আসে কলম্বিয়ার সামনে ৷ পেনাল্টি বক্সে বাকাকে ফাউল করেন জুলিও সিজার ৷ রেফারি পেনাল্টি দিলে রদ্রিগেজ গোল করেন ৷ সেইসঙ্গে হলুদ কার্ড দেখেন সিজারও ৷ এদিন অধিনায়ক তিয়াগো সিলভাও হলুদ কার্ড দেখেন৷ সেক্ষেত্রে জোড়া হলুদ কার্ড দেখার জন্য সেমিফাইনাল খেলতে পারবেন না তিয়াগো ৷

শেষ পর্বে চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার ৷ সেক্ষেত্রে কোচ স্কোলারির চিন্তা বাড়ল ৷ গোলের ব্যবধান কমানোর পরে ম্যাচে কলম্বিয়া কোনও চমক দেখাবে আশা করা গিয়েছিল ৷ কিন্তু তা আর হয়নি ৷ শেষ হাসি হাসে ব্রাজিলই ৷