প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত জিয়াউদ্দিন

SHARE

আমেরিকার নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।image_88972_0

বৃহস্পতিবার প্রকাশিত মন্ত্রিপরিষদ বিভাগের গত মঙ্গলবারের এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োজিত থাকাকালীন জিয়াউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুসঙ্গিক সুবিধাদি প্রদান করেছে।

গত ২৫ জুন জিয়াউদ্দিনকে তিন বছরের চুক্তিতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে অ্যাম্বাসাডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগের জন্য ১০ ফেব্রুয়ারির আদেশের অংশটুকু বাতিল করা হয়েছে।

এর আগে অ্যাম্বাসাডর অ্যাট লার্জ হিসেবে পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পান।

অবসরপ্রাপ্ত এই কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি।

২০০৯ সালে সরকার জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেয়।