বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারতের দালালি করতে চান বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন অভিযোগ করেন।
আমু বলেন, “এতো দিন খালেদা জিয়া ও তার দোষর জামায়াতে ইসলামী অপপ্রচার চালিয়ে আসছেন ‘আওয়ামী লীগ ভারতের দালাল, এই সরকার ভারতের তল্পিবাহক।’ কিন্তু ওই কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া বলেছেন, তারা ভারতকে সহযোগিতা করতে চায়। বন্ধুত্ব গড়ে তুলতে চায়। এতেই বোঝা যাচ্ছে, খালেদা জিয়া ভারতের দালালি করতে চান।”
তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের স্বার্থে কাজ করেছে। অথচ অপপ্রচার চালানো হতো আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে। এখন দেখি ক্ষমতায় যাওয়ার জন্য খালেদা জিয়া ভারতকে বাংলাদেশ লিখে দেবেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় যেতে ভারতের কাছে সব বিক্রি করতে প্রস্তুত খালেদা।”
খালেদা জিয়ার উচিত এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করা নয়তো দেশের মানুষ তাকে ক্ষমা করবে বলেও মন্তব্য করেন তিনি।