ইরাকের প্রধান তেল শোধনাগার দখলে নিয়েছে বিদ্রোহীরা

SHARE

ইরাকের প্রধান তেল শোধনাগার ক্ষেত্র দখল করে নিয়েছে বলে দাবি করেছে দেশটির সুন্নি বিদ্রোহীরা। বাগদাদের উত্তরে বাজি নামক স্থানের এই তেল শোধনাগার থেকে দেশটির এক তৃতীয়াংশ তেলের সাপ্লাই হয়ে থাকে।image_87731_0

খবরে বলা হয়, দশ দিন ধরে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সাথে থেমে থেমে চলা সংঘর্ষের এক পর্যায়ে তেল শোধনাগারের দখলে নিলো বিদ্রোহীরা।
আইএসআইস এর নেতৃত্বাধীন এই বিদ্রোহীগোষ্ঠীটি ইতিমধ্যে বাগদাদের উত্তর ও পশ্চিমের বেশ কিছু শহর তাদের দখলে নিয়ে নিয়েছে।
এদিকে সুন্নি বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছে তারা তেল শোধনাগারটি পরিচালনার দায়িত্ব স্থানীয় উপজাতিদের হাতে হস্তান্তর করবে।
তিনি জানান, আমরা বাগদাদ দখলে অগ্রসর হচ্ছি। আর এ অভিযান অব্যাহত থাকবে।
হামলার এ মুহূর্তে ইরাক সফরে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি ইরাকের সব শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসেছেন।  বৈঠকে তিনি ইরাকের প্রতি আমেরিকার সমর্থনের কথা ব্যক্ত করেন।
কেরি বলেন, সম্প্রতি আইএসআইএল এর হামলা ইরাকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। এ অবস্থা অব্যাহত থাকলে সামনে আরো কঠিন পরিস্থিতির তৈরি হবে।–বিবিসি।