সৌদিতে বছরে ৩২ হাজার অর্থ কেলেঙ্কারি

SHARE

সৌদি আরবের বিভিন্ন শহরে এক বছরে ৩২ হাজারের বেশি অর্থসংক্রান্ত দুর্নীতির ঘটনা ঘটেছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির আইন মন্ত্রণালয়। এ খবর দিয়েছে আরব নিউজ।image_87727_0

রাজধানী রিয়াদে সবচেয়ে বেশি দুর্নীতির ঘটনা ঘটেছে। এর সংখ্যা ৯ হাজার ৬২। মক্কায় এই সংখ্যা আট হাজার ১৪১ এবং জেদ্দাহ, দাম্মামে  ও মদিনায় যথাক্রমে ৬৩৮৮, ৬১৩৬ এবং ১২৭১।

এ ছাড়া, এ সময়ের মধ্যে ১৯ হাজারের বেশি মাদকসংক্রান্ত অপরাধ সংগঠিত হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

এই একই বছরে প্রায় সাত হাজার মদ্যপানের ঘটনা ঘটেছে,  চার হাজার ১৪১ ডাকাতি, প্রায় এক হাজার ১৬৯ কর্মী পালিয়ে গেছে, ৪১৬টি অসততার ঘটনা ঘটেছে এবং ২৪৩ মুদ্রা পাচারের ঘটনা ঘটেছে।