চকরিয়া-উখিয়ায় বিজিবি মোতায়েন

SHARE

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় চকরিয়া ও উখিয়া উপজেলায় বর্ডা গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।image_97222_0

মঙ্গলবার বিকাল ৪টা থেকে বিজিবি নামানোর কথা রয়েছে। বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার কর্নেল ফরিদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজামীর রায়কে কেন্দ্র করে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে প্রয়োজন অনুসারে বিজিবি সদস্যরা চকরিয়া ও উখিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে। কেউ অস্থিতিশীল কর্মকাণ্ড ঘটালে বিজিবি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিজিবির কক্সবাজার সেক্টরস কমান্ডার কর্নেল ফরিদ হাসান জানান, নিজামীর রায়কে কেন্দ্র করে চকরিয়া ও উখিয়া জামায়াত-শিবিরসহ উগ্রবাদীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।