ক্রোয়েশিয়া-ক্যামেরুন বাঁচা-মরার লড়াই

SHARE

বুধবার নিজেদের অস্তিত্ব রক্ষার মিশনে নামছে ‘এ’ গ্রুপের দুই প্রতিপক্ষ ক্যামেরুন ও ক্রোয়েশিয়া।বিশ্বকাপের নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই উভয় দলেরই।image_86861_0

বাংলাদেশ সময় রাত চারটায় মানাউসের আমাজোনিয়া স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও গাজী টিভি।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে  ক্রোয়েশিয়া স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়। আর ক্যামেরুন মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয়।

ইনজুরির কারণে আজকের ম্যাচে ক্যামেরুন তাদের দলের সেরা খেলোয়াড় স্যামুয়েল ইতোকে ছাড়াই মাঠে নামবে। এটা ম্যাচে ক্রোয়েশিয়াকে কিছুটা এগিয়ে রাখবে।

ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ৷ ফুটবলারদের চোট-আঘাত নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল ক্রোয়েশিয়া শিবিরও৷ তবে ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচ জানিয়ে দিয়েছেন দলের অন্যতম সেরা ফুটবলার লুকা মদরিচ এখন ১০০ শতাংশ ফিট এবং বুধবারের ম্যাচে তিনি খেলবেনও৷ ক্যামেরুনের বিরুদ্ধে এরিনা অ্যামাজোনিয়াতে এদিন ৩ পয়েন্ট পাওয়ার জন্যই যে ক্রোয়েশিয়া নামছে, তা আর বলার অপেক্ষা রাখে না৷ কারণ এই ম্যাচে যারা হারবে, তারাই প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেবে৷

ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই পায়ে চোট পান মদরিচ৷ কিন্তু বুধবার ম্যানাউসে তাঁর নামতে যে কোনও সমস্যা নেই, সেটাই জানিয়েছেন কোভাচ৷ তাঁর বিশ্বাস, মদরিচই তিন পয়েন্ট এনে দেবে দলকে৷

কোচ কোভাচ জানিয়েছেন,“ক্যামেরুনের তিন পয়েন্ট দরকার, আমাদেরও৷ আমার ড্রয়ের জন্যও আজকে খেলতে পারতাম৷ কিন্তু তিন পয়েন্ট পাওয়ার জন্যই মাঠে নামব৷”   -ওয়েবসাইট