কমলা ঝড়ের সামনে অস্ট্রেলিয়া

SHARE

স্পেনকে বিধ্বস্ত করে স্বপ্নের শুরু করেছে নেদারল্যান্ড৷ ঠিক তেমনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে নাস্তানাবুদ করে উড়ন্ত সূচণা করেছে জার্মানিও৷ বলা হচ্ছে, এই টুর্নামেন্টের সেরা দুটো দল জার্মানি  ও নেদারল্যান্ড৷ বুধবার সেই হল্যান্ডের সামনে অস্ট্রেলিয়া৷ স্পেনের মতো প্রতিপক্ষ নয় অজিরা৷ প্রথম ম্যাচে তারাও হেরে গিয়েছে চিলির বিরুদ্ধে৷ সেই অস্ট্রেলিয়া হল্যান্ডকে কতটা বেগ দিতে পারে, সেটাই দেখার৷image_86852_0

বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত দশটায় পোর্ট আলেগ্রোর বেইরা রিও স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও গাজী টিভি।

জার্মানির হয়ে টমাস মুলার হ্যাটট্রিক করেন সোমবার৷ কম যাননি রবিন ফন পার্সি। স্পেনের বিরুদ্ধে্ জোড়া গোল করেন এই ডাচ স্ট্রাইকার৷ ডলফিন হেডে যে গোলটি করেন ভ্যান পার্সি তা এককথায় অসাধারণ৷ তবে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার পার্সি অবশ্য প্রথম ম্যাচে জয়ের পর পা মাটিতেই রাখছেন৷ তিনি জানেন এই ধরনের টুর্নামেন্টে  একটা ম্যাচে পদস্খলন হলেই দৃশ্যপট বদলে যাবে৷

পার্সি বলেন, “এই ধরনের পারফরম্যান্সের পর ছবিটা বদলে যেতে পারে৷ আমাদের বাস্তবের মাটিতে পা ফেলে চলতে হবে ৷ শুরুটা বেশ ভাল হয়েছে আমাদের৷ তবে এই টুর্নামেন্টে আমাদের অনেকদূর এগোতে হবে৷ এটা আমার পঞ্চম মেজর  টুর্নামেন্ট৷ এই যে আনন্দময় পরিস্থিতি, খারাপ কিছু হলে তা দ্রুতই উবে যাবে৷”

স্পেনের বিরুদ্ধে স্ট্র্যাটেজিতে পরিবর্তন এনেছিলেন ডাচ কোচ লুইস ফন গাল৷ পাঁচ জন ডিফেন্ডার দাঁড় করিয়ে দিয়েছিলেন ডিফেন্সে৷ অজিদের বিরুদ্ধে অবশ্য ৪-৩-৩ পদ্ধতিতে ফিরে যাচ্ছেন ফন গাল৷ প্রথম ম্যাচেই হেরে গিয়েছে অজিরা৷ টুর্নামেন্টে টিকে থাকতে হলে হল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফম্যান্স করতেই হবে৷ সে জন্য টিম কাহিলকে জ্বলে উঠতে হবে৷

প্রতিপক্ষ মহজ হলেও সতর্ক হয়েই মাঠে নামবে ডাচরা। ডাচ মিডফিল্ডার নাইজেল দে জংয়ের কথায় তারই প্রতিধ্বনি। নাইজেল জং বলেন, “কাহিল দারুণ প্লেয়ার৷ মাঠে ও নিজের সেরাটা দেয়৷ আমাদের সতর্ক হয়ে খেলতে হবে৷ ওর হেড বন্ধ করতে হবে৷ কাহিলের হেড খুব ভাল৷ টাইমিংটাও ভাল৷”

ক্রিকেটের মতো অজিরা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়৷ ফুটবল মাঠেও অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ৷ তবে হল্যান্ডের মতো দলের বিরুদ্ধে ভাল করতে হলে নিজেদের দুশো শতাংশ দিতে হবে অজিদের৷     -ওয়েবসাইট