দু’দিনের সফরে রোববার ভুটান যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরে প্রথম গন্তব্য হিসাবে উত্তরের প্রতিবেশী রাষ্ট্রকে বেছে নিয়েছেন তিনি।
ভারতের সঙ্গে ভূটানের সম্পর্ক বরাবরই খুব ভালো। তবুও গত ১৩ বছরে দক্ষিণ এশিয়ার একমাত্র এই হিন্দু রাষ্ট্রে পা রাখেননি এদেশের কোনো প্রধানমন্ত্রী। বহিঃভারতে প্রথম গন্তব্য হিসেবে থিম্পুকে বেছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেয়া শুরু করলেন নমো।
সফর শুরুর প্রাক্কালে এক ভুটানকে ‘স্বাভাবিক বন্ধু’ হিসাবে বর্ণনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন ‘আমার প্রথম ভুটান সফরের অপেক্ষায় আছি। দু’দেশের বিশেষ সম্পর্ককে আরও এগিয়ে শক্তিশালী করা আমার এই সফরের অন্যতম উদ্দেশ্য।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে, ভুটান সফরে মোদির সঙ্গে থাকছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বিদেশ সচিব সুজাতা সিং৷ সেদেশের রাজা, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী দলনেতার সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করবেন বলে এদিন এক সাংবাদিক বৈঠকে জানান সুজাতা। সূত্র: ওয়েবসাইট




