কালশীর রাস্তা অবরোধ করেছে বিহারীরা

SHARE

মিরপুরের কালশী বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেছে বিহারীরা।image_95985_0

রোববার সকাল ১১টায় বিহারী ক্যাম্পের সামনে কালশী নতুন রাস্তা দখল করে সেখানে বসে পড়েন তারা।

ঘটনাস্থলে পুলিশ সাজোয়াযান নিয়ে অবস্থান করছে। তবে এখনো কোনো অভিযান চালানো হয়নি বলে জানা গেছে।

এদিকে কালশীর ঘটনায় রোববার সাতজনের নাম উল্লেখ করে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে পুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। সাধারণ জনগণ বাদী হয়ে ৪টি মামলা করেছে। হত্যা, ভাঙচুর, বিশেষ ক্ষমতা আইন, অগ্নি সংযোগ ও পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার এসআই মুনিরা।

প্রসঙ্গত, শনিবার সকালে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে কালশী এলাকায় এলাকাবাসী-পুলিশ-বিহারীদের সংঘর্ষ হয়। বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ১০ জন নিহত হন।