তিন বছরে জিটিভি

SHARE

জিটিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০১২ সালের ১২ জুন যাত্রা শুরু করেছিল বিশিষ্ট মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীরের এ চ্যানেলটি।image_86018_0

একেবারে ভিন্ন এক পরিবেশে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জিটিভি। বিশ্বকাপের  উদ্বোধনী দিনেই প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ায় পুরো আয়োজন পেয়ে গেছে নতুন মাত্রা। বিশেষ এই দিনেই জিটিভি সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে বিশ্বকাপের মতো বড় এক ইভেন্ট। চ্যানেলটি যে দর্শকের কাছাকাছি থেকে অনুষ্ঠান সম্প্রচার করতে চায়- বিশ্বকাপ সরাসরি সম্প্রচারের উদ্যোগ তাই প্রমান করে।

শুরু থেকেই জিটিভি নানা আয়োজন নিয়ে দর্শকের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছে। চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। বিটিভির সাবেক এই মহাপরিচালক নিজে একজন গুণী নির্মাতা। এইসব দিনরাত্রি, সময় অসময়সহ বেশকিছু জনপ্রিয় নাটক ও অনুষ্ঠানের নির্মাতা তিনি। দর্শকের চাহিদা বেশ ভালোই জানেন তিনি। সময়ের জনপ্রিয় চ্যানেল বাংলাভিশনের যাত্রা শুরু হয়েছিল তার হাত ধরেই। জিটিভি তার হাতে গড়া দ্বিতীয় বেসরকারি টিভি চ্যানেল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জিটিভি। দিনভর চ্যানেলটির পর্দায় দেখা যাবে বিশেষ অনুষ্ঠান। শুভানুধ্যায়ীরা সরাসরি এসে শুভেচ্ছা জানাবেন।

আজ জিটিভির অনুষ্ঠানমালায় রয়েছে: সকাল ১০.১৫ বর্ষপূর্তি উপলক্ষে স্টুডিও কনসার্ট, সন্ধ্যা ৬.৩০ রোড টু ফিফা, রাত ৮.০০ তারার কথা, ৯.২০ সুর নুপুর, ১১.০৫ আজকের অনন্যা, রাত ১২.০০ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান।