বড় জয়ে এগিয়ে গেল কিউইরা

SHARE

জ্যামাইকার কিংস্টন ওভালের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল সফরকারী নিউজিল্যান্ড। বুধবার ম্যাচের চতুর্থ দিনেই জয় তুলে নেয় কিউইরা।image_86038_0

চতুর্থ দিন জয়ের জন্য ৪০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২১৬ রানের অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। প্রথম ইনিংসে সফরকারিদের ৫০৮ রানের জবাবে ২৬২ রানেই গুটিয়ে যায় গেইলরা। ২৪৬ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৫৬ রানে অলআউট হয়ে যায় কিউইরা। ফলে ৪০৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা পায় স্বাগতিকরা।

প্রথম ইনিংসে কিউইদের হয়ে জোড়া সেঞ্চুরি করেন কেন উইলিয়ামসন (১১৩ ) ও জেসি নিশাম (১০৭)। এছাড়া ওয়াটলিং ৮৯ ও ও ওপেনার লাথাম করেন ৮৩ রান।

প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হওয়া ক্যারিবিয়ানদের পক্ষে চন্দরপল অপরাজিত ৮৪ রান করেন। আর ক্যারিবিয়ান ‘দৈত্য’ গেইল করেন ৬৪ রান।

নিউজিল্যান্ডের টিম সাউদি ও অভিষিক্ত ক্রেইগ নেন চার উইকেট করে।

২৪৬ রানের লিড নিয়ে খেলতে নেমে কিউইরা গুটিয়ে যায় ১৫৬ রানে। দলের হয়ে ওপেনার লাথাম সর্বোচ্চ ৭৩ রান করেন।

জয়ের জন্য ৪০৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২১৬ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবিয়ানদের পক্ষে শিলিংফোর্ড ৫৩ ও স্যামুয়েলস করেন ৩৪ রান।

কিউই বোলারদের মধ্যে ক্রেইগ লাভ করেন চার উইকেট আর শোধী নেন ৩ উইকেট।

দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়য়ারের পুরস্কার লাভ করেন অভিষিক্ত ক্রেইগ।

আগামী ১৬ জুন পোর্ট অব স্পেনে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।  -ক্রিকইনফো