বগুড়ায় ৪৩টি পাসপোর্টসহ আটক ১

SHARE

arreast৪৩টি বাংলাদেশী পাসপোর্টসহ আতিকুর রহমান আতিক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়ার গোয়েন্দা পুলিশ।

সোমবার ভোরে গাবতলি উপজেলার সোন্দাবাড়ি গ্রামের বাড়ি থেকে আতিককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আতিক পাসপোর্টের দালাল হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক জানিয়েছেন, আলম নামে মালয়েশিয়া প্রবাসী একই গ্রামের এক ব্যক্তির পক্ষে বিদেশগামীদের পাসপোর্ট তৈরি করে দেন তিনি। আলম বর্তমানে মালয়েশিয়ার কারাগারে বন্দী।

বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর চারটার দিকে আতিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৪৩টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করা হয়। যাদের নামে পাসপোর্টগুলো ইস্যু করা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে মালয়েশিয়া প্রবাসী আলমের নির্দেশে তারা আতিকের কাছে পাসপোর্ট তৈরি করতে দেন।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আতিক মানবপাচারে জড়িত কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, অর্থের বিনিময়ে তিনি পাসপোর্ট তৈরি করে দেয়ার কাজ করেন।