কাল ম্যাচ থাকলেও আজ বিশ্রাম দেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেটারদের। অন্যদিকে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় লাভ করা আফ্রিকান ক্রিকেটারদের জন্য দুপুর দেড়টায় ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে।
৭ জুলাই মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।
গতকাল প্রথম ম্যাচে ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দৃষ্টিকটু ব্যর্থতায় ৫২ রানে হেরে যায় বাংলাদেশ। সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৫৫ বলে ২৬। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে লিটন দাসের ব্যাট থেকে, ৩৩ বলে ২২।
আরাফাত সানি ৩ ওভার বল করে ১৯ রানের বিনিময়ে নেন দুই উইকেট। সাকিব চার ওভারে ২৪ দিয়ে ১ উইকেট। নাসির ৩৭ দিয়ে ১ উইকেট।
বোলিং অ্যাকশন ঠিক করে দলে ফেরা সোহাগ গাজী ২ ওভারে ১৬ দিয়ে উইকেটশূন্য। কাপ্তান মাশরাফি এবং মুস্তাফিজও ছিলেন উইকেটহীন। মাশরাফি তিন ওভারে ২০ রান দিয়েছিলেন, মুস্তাফিজ চার ওভারে ৩০।