মুসলমানদের উন্নয়নে দান করা কোটি কোটি টাকা মূল্যের ওয়াকফ সম্পত্তি বেহাত হওয়ার মুখে। অভিযোগ, এই সম্পত্তি লুঠ থামাতে আদৌ উদ্যোগ নেই ওয়াকফ বোর্ডের। তিলজলার ওয়াকফ সম্পত্তি লুঠের ঘটনা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ওয়াকফ সম্পত্তির ভবিষ্যৎ।
সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি রয়েছে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ২০০টি। যার মাত্র ২৩ হাজারের মতো সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের আওতায়। অর্থাৎ হদিশই নেই এমন সম্পত্তির পরিমাণ অনেক । কিন্তু যতটুকু সম্পত্তি ওয়াকফ বোর্ডের নজরদারিতে রয়েছে, তারই বা হাল কী!
ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন সিবিআই তদন্ত করে বাম আমলে লুঠ হওয়া বিশাল ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করবেন। অথচ ওয়াকফ বোর্ডের নোটিস বোর্ড ভেঙে দিয়ে দিনে- দুপুরেই লুঠ হয়ে গেল তিলজলার এই সম্পত্তি।
ওয়াকফ সম্পত্তি লুঠের অভিযোগ প্রচুর। মামলা মোকোদ্দমার পাহাড় জমেছে। দানের সম্পত্তির এই হরির লুঠ ঠেকানোর উদ্যোগ কোথায়? উঠছে প্রশ্ন।