খুশবু কুমারী (১৭) নামে ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের স্নাতক পর্বের প্রথম বর্ষে পড়তেন।
ভারতের ঝাড়খন্ডে গোশালার রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে ।
প্রাকৃতিক কাজ সারতে প্রতিদিন বাইরে যেতে বিব্রত হওয়ায় মেয়েটি বাড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে জানানো হয়।
খুশবুর মা সঞ্জু দেবী বলেন, ‘একটি টয়লেট নির্মাণ জন্য খুশবু প্রায়ই জোর দিয়ে বলত। প্রাকৃতিক কাজ সারতে ও প্রায়ই পাশের নানাবাড়িতে যেত।’
চার কক্ষের তাদের বাড়িতে একটি বারান্দা থাকলেও টয়লেট রাখার কথা তাদের কাছে কখনো গুরুত্ব পায়নি।
খুশবুর বাবা শ্রীপতি যাদব বলেন, ‘টয়লেট তৈরি না করে বরং মেয়ের বিয়ের জন্য টাকা জমানোর পরিকল্পনা করছিলাম।’
ভারতে প্রায় ৬৪ কোটি মানুষ প্রাকৃতিক কাজ বাইরে সেরে নেয়।