জামায়াত নেতা রফিকুলকে ফের হাইকোর্টে তলব

SHARE

আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর আমির মাওলানা রফিকুল ইসলাম খানকে আবারো তলব করেছে হাইকোর্ট। আগামী ৭ জুলাই তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।83699_1

সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকায় গত বছরের ৫ আগস্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রফিকুল ইসলাম খানকে তলব করেছিল।

একই সঙ্গে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছিল হাইকোর্ট।

সোমবার ওই রুলের রায় দেয়ার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রফিকুল ইসলাম খান আদালতে হাজির না হওয়ায় তাকে আবারো তলবের আদেশ দেয় হাইকোর্ট।

আদালতে রফিকুল ইসালামের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান।