সুইডেনের প্রমোদভবনে চারদেশের বৈঠক

SHARE

ইউরোপের প্রভাবশালী জোট ইউরোপীয় ইউনিয়নের প্রধান কে হবেন এ নিয়ে এখনও জোর তর্কবিতর্ক চলছে। তার অবসান ঘটাতে সুইডেনের প্রধানমন্ত্রীর প্রমোদভবনে মিলিত হয়েছেন চার দেশের প্রধান।image_95265_0

সুইডেনের রাজধানী স্টকহোমের নিকটবর্তী হার্পসান্ড অঞ্চলে প্রধানমন্ত্রী ফ্রেডরিখ রেইনফিল্ড-এর গ্রীষ্মকালীন অবকাশযাপন নিবাস। সেখানে আলোচনার জন্যে মিলিত হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও  নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুতে।
বিতর্কিত প্রশ্নটি হচ্ছে কে হতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী নেতা।  অদাপ্তরিক পরিবেশে এ বিতর্কের অবসান ঘটানো অধিক সহজ হবে- এ বিবেচনায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চান না লুক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী জাঁ ক্লদ জাঙ্কার এ পদে আসীন হন। অপরদিবে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা তার সমর্থনে হাত তুলে রেখেছেন।
এ অবস্থায় এ দুটি দেশ প্রকাশ্যে পরস্পরের মতের বিপরীতে চলে গেছে।  এদিকে সুইডেন ও নেদারল্যান্ডও সুর মিলিয়েছে যুক্তরাজ্যের সঙ্গে। যা ক্যামেরনের দল ভারি ও জাঁ ক্লদ সংক্রান্ত অনিশ্চয়তার পাল্লাভারি করেছে।
খোলামেলা আলোচনার জন্যে রেইনফিল্ডের প্রমোদভবনের সামনের লেকে নৌকো চালিয়েছেন চার বিশ্বনেতা। মঙ্গলবার বাংলাদেশ সশয় বিকেল ০২:০০টায় বৈঠক শুরু হবে বলে জানা গেছে।