বর্তমান সরকারকে জালেম, স্বৈরাচার ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শনিবার ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (জাফর) আয়োজিত ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
বসুন্ধরা কনভেনশন সিটির ‘রাজদর্শন’ হলে এই ইফতার অনুষ্ঠান হয়।
ইফতারে আসা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘এই রমজান মাসে সবাই প্রত্যেক তারাবির নামাজে দোয়া করব, এই জালেম, দুর্নীতিবাজের হাত থেকে দেশবাসীকে আল্লাহতায়ালা যেন রক্ষা করেন।’
বিকল্পধারা, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাদের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আজ এখানে উপস্থিত আছেন। রমজানে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আসুন আগামীতেও দেশ ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সকলে একসঙ্গে অবস্থান করতে পারি কি-না, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসি।’
অনুষ্ঠানে বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, বিজেপির সালাহউদ্দিন মতিন, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মজিবুর রহমান, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনিকে নিয়ে এক টেবিলে বসে ইফতার করেন খালেদা জিয়া।
এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি থেকে বহিষ্কৃত যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী, দৈনিক ইনকিলাবের সম্পাদক এমএম বাহাউদ্দিন, সাংবাদিক মাহফুজউল্লাহ ও মোস্তফা কামাল মজুমদার ছাড়াও চীন ও কোরিয়ার কয়েকজন কূটনীতিকও ইফতারে উপস্থিত ছিলেন।
ইফতারে বিএনপি নেতাদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সৈয়দ মেহেদি আহমেদ রুমী, হাসানউদ্দিন সরকার, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, শামা ওবায়েদ, ২০ দলীয় জোটের খন্দকার লুৎফর রহমান, শাহাদাত হোসেন সেলিম, গোলাম মোস্তফা ভূঁইয়া, হামদুল্লাহ আল মেহেদি, এমএম আমিনুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন