প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগে সভাপতি জাহিদ মাহমুদকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, জাহিদের সঙ্গে ফাতেমাতুজ জোহরা নামের মিরপুর বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ফাতেমা কাফরুল থানা শাখা ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদিকা ছিলেন।
জাহিদের সঙ্গে সম্পর্কের একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ফাতেমা বিয়ের জন্য জাহিদকে চাপ দিলে জাহিদ বিয়ে করতে অপারগতা প্রকাশ করে।
এ ব্যাপারে ফতেমা গত ১ জুন কাফরুল থানায় জাহিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ফাতেমার পরিবারের অভিযোগ, জিডি করার পর থেকেই জাহিদ তাদের হুমকি দিয়ে আসছিলেন। পরে ১৩ জুন মিরপুর শেওড়াপাড়ার বাসায় গলায় ফাঁস দেন ফাতেমা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ১৯ জুন তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রাতে ফাতেমার বাবা তোফাজ্জল হোসেন ও মামা জুয়েল রানা জাহিদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে কাফরুল থানায় মামলা করতে গেলে জাহিদ সেখানে গিয়ে তাদের বাধা দেন। একপর্যায়ে পুলিশ জাহিদকে আটক করে।