খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ৷ না জিতলে গ্রুপ লিগ থেকেই ছিটকে যেত আর্জেন্টিনা৷ সঠিক সময়ে জ্বলে উঠল জেরাডো মার্টিনোর ছেলেরা ৷অপেক্ষাকৃত দূর্বল জ্যামাইকাকে এক গোলে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা ৷ দলের হয়ে একমাত্র গোলটি করেন হিগুয়েন ৷
খেলা শুরুর এগারো মিনিটের মধ্যেই হিগুয়েনের গোল৷ তাতে ম্যাচের রাশ নিজেদের দিকে তুলে নেয় মেসি-ডি মারিয়ারা ৷ একের পর এক আক্রমণ গড়ে তোলে আর্জেন্টিনা ৷ ২২ মিনিটে ফের গোল পেতে পারতেন হিগুয়েন ৷ কিন্তু তাঁর নেওয়া শটটি টপ বক্সের উপর দিয়ে উড়ে গিয়েছে৷ এরপর দিনের সেরা সুযোগ নষ্ট করেন ডি মারিয়া৷ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েও ডি মারিয়া গোল পেলেন না ৷ তাঁর নেওয়া শট এক জ্যামাইকান ডিফেন্ডার বাঁচিয়ে দেন৷ তবে প্রথমার্ধে এদিন মেসিকে স্বমহিমায় দেখা যায়নি৷ এদিন ফ্রি-কিক, কর্নার নেওয়ার সেই দক্ষতা দেখাতে পারেননি গোলের সুযোগও সেভাবে তৈরি করতে পারেননি ৷
দ্বিতীয়ার্ধেও মেসিকে সেভাবে চেনা গেল না ৷ হিগুয়েন ফের গোলের সুযোগ নষ্ট করলেন ৷ জ্যামাইকা বিক্ষিপ্ত লগ্নে গোলের সুযোগ তৈরি করলেও তারা গোল শোধ করতে পারেনি ৷ শেষ পর্যন্ত ম্যাচটি এক গোলে জেতে আর্জেন্টিনা ৷