ভোলার মনপুরায় ৭০-৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মনপুরার কলাতলি থেকে হাজিরহাট যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে ৩ জন নারী, ৪ জন শিশু ও ১ জন পুরুষ। নিখোঁজ রয়েছেন আরো ৩০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ট্রলারচালক নিজাম।