বাল্যবিয়ের আসরে কাজীসহ আটক ৩

SHARE

arrestলালমনিরহাট: জেলার কালিগঞ্জে বাল্যবিয়ের আয়োজন করায় কাজীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের আব্দুস সামাদের ছেলে নিকাহ রেজিস্ট্রার এনামুল হক (৪০), মেয়ের চাচা একই এলাকার রেফাজ উদ্দিন (৫৩), ও মেয়ের বোনজামাই একই উপজেলার কাকিনা ইউনিয়নের বানিনগর এলাকার জমির আলীর ছেলে আব্দুল করিম (২৭)।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম মিয়া জানান, চলবলা ইউনিয়নের নিথক গ্রামের সোলেমান আলীর মেয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সম্পা আক্তারের (১৩) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে রাতেই পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কাজী এনামুল হক, মেয়ের চাচা রেফাজ উদ্দিন ও মেয়ের বোনজামাই আব্দুল করিমকে আটক করে পুলিশ।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্যবিয়ে নিরোধ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন  কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।