গাজীপুরে পুড়ল দেড়শ’ ঘর

SHARE
gazipur mapগাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি বাইমাইলের পশ্চিমপাড়া এলাকায় একটি কলোনিতে আগুন লেগে প্রায় দেড়শ’ ঘর পুড়ে গেছে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই কলোনিতে আশপাশের পোশাক কারখানার কর্মীরা ভাড়া থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে কোণাবাড়ির পশ্চিমপাড়ার পুকুরপাড় এলাকায় আকরাম হোসেনের টিনসেট কলোনিতে আগুন লাগে। মুহূর্তে আগুন ওই কলোনির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজামান জানান, আগুন লাগার খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, টঙ্গী ও ইপিজেট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে