কানেক্টিভিটি চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

SHARE

cabinet8কানেক্টিভিটি হিসেবে পরিচিত বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ব্যক্তিগত যানবাহন এবং যাত্রী ও মালামাল পরিবহন সংক্রান্ত চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে বাংলাদেশ ও ভারতসহ আশপাশের দেশগুলোর মধ্যে ‘কানেক্টিভিটি তথা আন্তঃযোগাযোগ’ ওপর জোর দিয়েছেন দুদেশের প্রধানমন্ত্রী।

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট তথা করিডোর বাস্তবায়নের বিষয়টি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচিত হয়ে আসছিল। কিন্তু বিগত বছরগুলোতে এই দুটি পরিভাষা বাদ দিয়ে বাংলাদেশ ও ভারতের ক্ষমতাসীন দলের নেতা এবং সরকারি কর্মকর্তারা ‘কানেক্টিভিটি তথা আন্তঃযোগাযোগ’ পরিভাষা ব্যবহার করছেন।

এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সফল উল্লেখ করে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাস করা হয়।