বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।
কোহলির নেতৃত্বে ভারতের টেস্ট দল সোমবার সকাল ৯টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছায়।
টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়া মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের নতুন টেস্ট অধিনায়ক।
বিমানবন্দরের কাজ শেষে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশ রওনা হয়েছে কোহলিরা। গতকালই তাদের ঢাকায় আসার কথা ছিল। কিন্তু তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় অবস্থান করায় একদিন সফর পিছিয়ে দেয় দেশটির ক্রিকেট বোর্ড।
হোটেলে বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় অনুশীলনে নামবেন কোহলি-রাহানেরা। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাবেন বিরাট কোহলিরা।
২০১০ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতের দল। যদিও ২০১৪ সালে এসেছিল তারা। তবে সেবার টেস্ট খেলা হয়নি তাদের। এবারের সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।
১০ জুন প্রথম টেস্ট শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।