টিআরপি বর্জনের সিদ্ধান্ত টিভি মালিকদের

SHARE

tv logoটেলিভিশন রেটিং পয়েন্ট সিস্টেম- টিআরপি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন মালিক সমিতির সংগঠন অ্যাটকো। বিজ্ঞানসম্মতভাবে জনপ্রিয়তা যাচাইয়ের পদ্ধতি অনুসরণ না করায় মঙ্গলবার সমিতির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশের জরিপ কোম্পানিগুলোকে এ বিষয়ে চিঠি দেয়া হবে বলেও সভা থেকে জানানো হয়েছে।

দেশে টেরেস্টোরিয়াল আর স্যাটেলাইট মিলে প্রায় তিরিশটির মতো চ্যানেল আছে। আরো বেশ কিছু চ্যানেল সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। কিন্তু কোন টিভি বা অনুষ্ঠান সর্বাধিক জনপ্রিয়, তা নিয়ে চলছে বিভ্রান্তি। টেলিভিশন মালিক সমিতি বলছে, দেশে বেশ কিছুদিন ধরেই কাজ করছে কিছু জরিপ কোম্পানি। এসব কোম্পানির কাজের পরিধি আর জনপ্রিয়তা যাচাই বিজ্ঞানসম্মত নয়। তাই এদের মূল্যায়ন নিয়ে টেলিভিশন মালিকরা আর বিভ্রান্তির মধ্যে পড়বে না বলে একমত হন সবাই।

তবে, ভালো কোনো জরিপ কোম্পানি দেশে গণযোগাযোগের যেকোনো মাধ্যমের জনপ্রিয়তা যাচাই করতে চাইলে স্বাগত জানানো হবে বলেও বলেন তারা।

এছাড়া জন্মক্রম অনুসারে এক থেকে ৩০ নম্বরের মধ্যে দেশের চ্যানেলগুলোকে রাখতে কেবল অপারেটরদের চিঠি দেয়া হবে বলে জানায় মালিকপক্ষ।