গণধর্ষণের বিচার চাইলেন জাতিসংঘের প্রধান

SHARE

mun5বদাউনের দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন যৌন নিপীড়নের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ ও ন্যায়বিচার নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত মঙ্গলবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে পিটিআই।

বান কি মুন ‘বালকরা বালকের আচরণই করবে’ এমন ভাবনা থেকে ভারতীয় সমাজকে সরে আসতে আহ্বান জানান।

মহাসচিব বান কি মুন বলেন, “দুই সপ্তাহের মধ্যে নাইজেরিয়া থেকে পাকিস্তান, ক্যালিফোর্নিয়া থেকে ভারত- বিশ্বের সবখানেই আমরা নারী ও মেয়েদের প্রতি সহিংসতা দেখতে পেয়েছি। বিশেষ করে, টয়লেটের সুবিধার অভাবে বাইরে যাওয়ার কারণে ভারতের দুই কিশোরীকে নির্মম ধর্ষণ ও ভয়ঙ্করভাবে হত্যার ঘটনায় আমি মর্মাহত হয়েছি।”

‘বালকরা বালকের আচরণ করবে’- এমন উদাসীন ও ধ্বংসাত্মক মনোভাবের পরিবর্তন আনতে হবে বলেও জাতিসংঘের মহাসচিব মন্তব্য করেন।

পাশাপাশি সবাইকে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি।