নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শুক্রবার ফেনী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া আজ লক্ষ্মীপুর ও কুমিল্লার তিন জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির।
জামায়াতে ইসলামীর ফেনী শাখা এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আজ যোগ দেবেন জামায়াত আমির। এই জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমসহ আরো একাধিক নেতা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
এ সময় জানানো হয়, জামায়াতের আমির ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় এবং দাগনভূঞায় পথসভায় বক্তব্য দেবেন। ফেনী থেকে ডা. শফিকুর রহমান আজ বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। পরে রাতে তিনি কুমিল্লায় অবস্থান করবেন।
পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা, এরপর দুপুর ১২টায় নিমসার ও দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।
বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।




