‘ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন দেশে নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি? আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি।’ এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, দেশের উৎপাদিত পণ্যের ওপর যেমন লেখা থাকে মেইড ইন বাংলাদেশ, তেমনি আওয়ামী লীগ হলো মেইড ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন দেশে নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি? আওয়ামী লীগ এক সময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি।
শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা দেশ নিয়ে পরিকল্পনা না দিয়ে শুধুই জান্নাতের কথা বলে, তারা মানুষের ইমান নষ্ট করছে। এদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেদেশে আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরবে না।
তিনি বলেন, গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়নের পক্ষের দল বিএনপি।
প্রচারণার দ্বিতীয় দিনে সালাহউদ্দিন আহমদ এর আগে মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে পথসভা করেন এবং বড়ইতলীসহ দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী সহ সমর্থকরা তার সঙ্গে ছিলেন।




