৫৪ বছরের ইতিহাসে রেকর্ড: ৭ লাখের বেশি ভোটারের এলাকা বদল

SHARE

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ভোটার স্থানান্তরের এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। গত এক বছরে সাড়ে ৬ লাখেরও বেশি ভোটার তাদের এলাকা পরিবর্তন করেছেন, যা দেশের ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ। বিপুল সংখ্যক ভোটারের এই গণ-স্থানান্তরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গত বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৭ লাখ ১ হাজার ৩৩৭ জন ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। এর মধ্যে কমিশন ৬ লাখ ৬৫ হাজার ৫৬৫ জন ভোটারের আবেদন অনুমোদন করেছে।

ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ঢাকা অঞ্চলেই সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে। শুধু এই অঞ্চলেই এলাকা পরিবর্তন করেছেন ৮৬ হাজার ৮২৫ জন ভোটার।

এত বিশাল সংখ্যক ভোটারের এলাকা পরিবর্তনকে ‘অস্বাভাবিক ও রহস্যজনক’ বলে অভিহিত করেছেন অনেক বিশ্লেষক। এ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে:

বিএনপি দলটির নেতাদের অভিযোগ, আসন্ন নির্বাচনে বিশেষ কোনো দলের প্রার্থীকে অনৈতিকভাবে জেতানোর কৌশল হিসেবেই পরিকল্পিতভাবে এই ভোটার স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী এই প্রক্রিয়াকে স্বাভাবিক হিসেবেই দেখছে। তাদের মতে, এটি নিয়মিত নাগরিক প্রক্রিয়ারই অংশ।

নির্বাচন কমিশন বিষয়টিকে আইনসিদ্ধ বলে দাবি করেছে। কমিশনের মতে, বিদ্যমান আইনে ভোটারদের এলাকা পরিবর্তনের সুযোগ রয়েছে। অনেক ভোটার হয়তো তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুবিধার্থে বা ব্যক্তিগত কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এই বিশাল জনগোষ্ঠীর মধ্য থেকে মাত্র এক বছরে এত বিপুল সংখ্যক মানুষের ভোটার এলাকা পরিবর্তন করা আগামী নির্বাচনের সমীকরণে কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।