সংসদে র‌্যাবকে স্বতন্ত্র বাহিনী করার দাবি

SHARE

parlament2সম্প্রতি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তাই র‌্যাবকে পুলিশের আওতা থেকে বের করে একটি স্বতন্ত্র বাহিনী করার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট এস. এম. আবুল কালাম আজাদ।

বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ বলেন, র‌্যাবকে স্বতন্ত্র বাহিনী করা হোক যাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আরো ভালো করে করা যায়।

তিনি বলেন, সন্ত্রাসী, গড ফাদারদের নিয়ন্ত্রণে এই স্বতন্ত্র বাহিনী কাজ করবে। একই সঙ্গে অসৎ রাজনীতিবিদদের আইনের আওতায় আনতেও এই স্বতন্ত্র বাহিনী কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করি।