পিছিয়ে পড়েও রিয়ালকে হারাল সিটি, আলোনসোর ভবিষ্যৎ হুমকিতে

SHARE

চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ানো পেপ গার্দিওলার দল চাপ বাড়িয়ে দিল কোচ জাবি আলোনসোর ওপর।

ইনজুরিতে থাকা কিলিয়ান এমবাপ্পে বেঞ্চে থাকায় তাকে ছাড়া খেলতে নামা মাদ্রিদ দারুণ শুরুর পর ২৮তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহামের লম্বা ক্রস থেকে দারুণ শটে মার্চের পর প্রথম গোলটি করেন রোদ্রিগো।
তবে মাত্র সাত মিনিট পরই সমতা ফেরায় সিটি, কোর্তোয়ার ভুলে বল ফেরত পেয়ে কাছ থেকে গোল করেন তরুণ লেফট-ব্যাক নিকো ও’রেইলি।

হাফটাইমের ঠিক আগে ম্যাচ ঘুরে যায়। বক্সে রুডিগারের ধাক্কায় পেনাল্টি পায় সিটি, আর সেখান থেকে নিখুঁত শটে গোল করেন আর্লিং হালান্ড।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া রিয়াল বেশ কিছু সুযোগ তৈরি করলেও সিটির রক্ষণ দেয়াল হয়ে দাঁড়ায়।
বদলি এন্ড্রিকের হেড বার ঘেঁষে ফিরে আসে, বেলিংহামও এক দারুণ সুযোগ নষ্ট করেন।

অবশেষে ২-১ গোলে হেরে হতাশায় মাঠ ছাড়ে রিয়াল, আর জয়ে আত্মবিশ্বাসে উড়ছে পেপ গার্দিওলার দল। এদিকে এই পরাজয়ে আলোনসোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরো ঘনীভূত হলো।