কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই : র‌্যাব

SHARE

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, ‘র‌্যাবের আভিযানিক দল, ১৫টি ব্যাটালিয়ন এবং গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। কোনো অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না, কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘যেখানে যখন যে ঘটনা ঘটছে, র‌্যাব সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে কাজ করছে, যাতে আসামি বা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এবং র‌্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এদিন সংবাদ সম্মেলনে রাজধানীর পল্টন থেকে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার এবং লালবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার চার ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন র‌্যাব মুখপাত্র। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলির প্রতি র‌্যাবের কঠোর নজরদারি ও আইনগত পদক্ষেপের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।