বাবার পথে এগোচ্ছেন রোনালদো জুনিয়র, হয়ে গেল অভিষেক

SHARE

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলে অভিষেক করেছেন ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে, রোনালদো জুনিয়র। বৃহস্পতিবার রাতে ফেডারেশনস কাপ টুর্নামেন্টের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারানো ম্যাচে অভিষেক হয় তার।

পর্তুগালের হয়ে গোল দুটি করেন তাভারেজ ও রাফায়েল কাব্রাল, আর ম্যাচের যোগ করা সময়ে মাঠে নামেন ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র।

রোনালদোর মা, ডলোরেস এভেইরো, সামাজিক মাধ্যমে তার নাতির জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলকে শুভকামনা।’

রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি প্রিমিয়ার লিগের আল নাসরের যুব একাডেমিতে ফরোয়ার্ড হিসেবে খেলেন। এর আগে তিনি পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে গোলও করেছেন।

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শনিবার ওয়েলসের বিপক্ষে এবং সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে।

রোনালদো জুনিয়রের অভিষেক তার বাবার পদচারণার প্রতিফলন। ক্রিস্তিয়ানো রোনালদোও ২০০১ সালে মাত্র ১৫ বছর বয়সে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক করেছিলেন। এরপর প্রিমিয়ার লিগে ইউনাইটেডের হয়ে তার দ্রুত উত্থান জাতীয় দলে ডাক পেতে সাহায্য করে। পর্তুগাল জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইউরো ২০০৪ ও ২০১৬ সালে দেশের প্রথম বড় আন্তর্জাতিক ট্রফি জেতাতে সহায়তা করেন।