বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাচ্ছে। এই সফরে তারা তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দুই বোর্ডের মধ্যে এখনো সফরের বিস্তারিত সূচি চূড়ান্ত করার জন্য আলোচনা চলছেই।
সফর কলকাতা এবং কটক শহরে আয়োজন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওয়ানডে সিরিজটি উভয় দলের জন্য নতুন আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপ চক্রের সূচনা হিসেবে গণ্য হবে।
সিরিজের পরিকল্পনার বিষয়ে বিসিবির কর্মকর্তা বলেছেন, ‘সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে যে খসড়া সূচি করা হয়েছে, সে অনুযায়ী ১৪-১৫ ডিসেম্বরের দিকে আমরা ভারতে যাবো।
আমরা স্বাগতিকদের এভাবেই সূচি চূড়ান্ত করতে বলেছি।’
 
            
 
	


